Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সাম্প্রতিক কর্মকাণ্ড

        নির্বাহী প্রকৌশলী, সওজ, সড়ক  ভবন, কাউতলী, ব্রাহ্মণবাড়িয়া।

        সড়ক যোগাযোগ নেটওয়ার্ক চালু রাখা এবং যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক অনুমোদিত সড়ক প্রকল্প বাসত্মবায়ন করাই সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রধান লক্ষ। তদনুযায়ী ব্রাহ্মণবাড়িয়া সড়ক বিভাগাধীন বিভিন্ন সড়ক সমূহ স্বাভাবিক যানবাহন চলাচল উপযোগী রাখা অত্র সড়ক বিভাগের প্রধান কাজ। ইহাছাড়া ১(এক) আঞ্চলিক মহাসড়ক সহ বেশ কয়েকটি জেলা সড়ক নির্মাণের কার্যক্রম চলমান আছে।

 

উলেস্নখিত  সড়ক বিভাগের অধিনসত্ম ৩টি সড়ক উপ-বিভাগ রহিয়াছে  যথাঃ

(ক) উপ-বিভাগীয় প্রকৌশলী, সওজ,

      সড়ক উপ-বিভাগ, ব্রাহ্মণবাড়িয়া।

(খ) উপ-বিভাগীয় প্রকৌশলী, সওজ,

      সড়ক উপ-বিভাগ, বাঞ্ছারামপুর।

(গ) উপ-বিভাগীয় প্রকৌশলী, সওজ,

      ১ম সারি কারখানা উপ-বিভাগ, ব্রাহ্মণবাড়িয়া।